মিডিয়াউইকি:Version-license-info
মিডিয়াউইকি একটি উন্মুক্ত সফটওয়্যার; আপনি এটি পুনঃবিতরণ করতে পারবেন এবং/অথবা সম্পাদনা করতে পারবেন, এক্ষেত্রে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনের প্রকাশিত গনু জেনারেল পাবলিক লাইসেন্সের ২য় অথবা সাম্প্রতিকতম কোনো সংস্করণ মেনে চলতে হবে।
মিডিয়াউইকি এই আশায় বিতরণ করা হয়ে থাকে যে এটি সকলের উপকারে আসবে, কিন্তু এক্ষেত্রে কোনো লিখিত অঙ্গীকার দেয়া হয় না, এমনকি ব্যবসাযোগ্যতা বা বিশেষ কোনো কার্যক্ষেত্রে ব্যবহারের জন্য এটি উপযুক্ত কি না, এ নিয়ে পরোক্ষ অঙ্গীকারও দেয়া হয় না। বিস্তারিত জানতে গনু জেনারেল পাবলিক লাইসেন্স দেখুন।
এই সফটওয়্যারের সাথে গনু জেনারেল পাবলিক লাইসেন্সের একটি প্রতিলিপি থাকার কথা; যদি আপনি না পেয়ে থাকেন তাহলে অনুগ্রহ করে ফ্রি সফটওয়্যার ফাউন্ডেশনকে জানান এই ঠিকানায়, Free Software Foundation, Inc., 51 Franklin Street, Fifth Floor, Boston, MA 02110-1301, USA অথবা লাইসেন্সটি ইন্টারনেটে পড়ুন।